[Question] গাঁয়ের লোকেরা বুধাকে ভিন্ন ভিন্ন নামে ডাকার কারণ, বুধার-
(ক) | সাহসিকতা |
(খ) | একাকিত্ব |
(গ) | বাবা-মা নেই |
(ঘ) | বহুমুখী বৈশিষ্ট্য |
Explanation: গাঁয়ের লোকেরা বুধাকে ভিন্ন ভিন্ন নামে ডাকার কারণ, বুধার-বহুমুখী বৈশিষ্ট্য ৷
-
কাকতাড়ুয়ার ভেতরে বুধা কী দেখতে পায়?
উত্তরঃ কাকতাড়ুয়ার ভেতরে বুধা গাঁয়ের বেশিরভাগ মানুষকে দেখতে পায় ৷
-
মিঠু, আলি আর বুধা মিলে কত জন হয়েছে?
উত্তরঃ মিঠু, আলি আর বুধা মিলে একজন হয়েছে ৷
-
‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ছবি আঁকার মানুষ কে?
উত্তরঃ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ছবি আঁকার মানুষ শাহাবুদ্দিন ৷
-
‘কাকতাড়ুয়া’ উপন্যাসের প্রতিপাদ্য বিষয় কোনটি?
উত্তরঃ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের প্রতিপাদ্য বিষয় ৭১-এর মুক্তিযুদ্ধ ৷
-
‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কোনটি মুক্তিযোদ্ধার নাম?
উত্তরঃ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে শাহাবুদ্দিন মুক্তিযোদ্ধার নাম ৷