[Question] ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে লেখকের জীবনভাবনা কী?
(ক) | অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, প্রতিশোধ গ্রহণ করতে হয় |
(খ) | স্বাধীনতার জন্য প্রবল আকাঙ্ক্ষা থাকতে হয় |
(গ) | কিশোরেরাই স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে |
(ঘ) | স্বাধীনতার স্বাদ আবাল-বৃদ্ধ-বনিতা সবার একান্ত কাম্য |
Explanation: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে লেখকের জীবনভাবনা হলো অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, প্রতিশোধ গ্রহণ করতে হয় ৷
-
‘আজ কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা’– এ কথাটি কার ক্ষেত্রে প্রয়োজন?
উত্তরঃ ‘আজ কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা’– এ কথাটি বুধার ক্ষেত্রে প্রয়োজন ৷
-
মুক্তিবাহিনীর কমান্ডার কে?
উত্তরঃ মুক্তিবাহিনীর কমান্ডার শাহাবুদ্দীন ৷
-
‘বিলের জলের ঢেউয়ের’ সঙ্গে কার হাসির তুলনা করা হয়েছে?
উত্তরঃ ‘বিলের জলের ঢেউয়ের’ সঙ্গে বিনুর হাসির তুলনা করা হয়েছে ৷
-
‘মানুষের বোকামির সীমা নেই’ ‘কাকতাড়ুয়া উপন্যাসে’ উক্তিটি করেছিল কে?
উত্তযঃ ‘মানুষের বোকামির সীমা নেই’ ‘কাকতাড়ুয়া উপন্যাসে’ উক্তিটি করেছিল বুধা ৷
-
‘তোকে পেলে আমি চিবিয়ে খাব।’ উক্তিটি কে করেছে?
উত্তরঃ ‘তোকে পেলে আমি চিবিয়ে খাব।’ উক্তিটি মতিউর করেছে ৷
-
“আহারে, যুদ্ধের জন্য আমাদের কত কিছু সইতে হয়”- উক্তিটি কার?
উত্তরঃ “আহারে, যুদ্ধের জন্য আমাদের কত কিছু সইতে হয়”- উক্তিটি হলো বুধার ৷