‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ফুলকলির পরিচয় কী? [MCQ]

[Question] ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ফুলকলির পরিচয় কী?

(ক)বুধার বোন
(খ)কাজের মেয়ে
(গ)আহাদ মুন্সির মেয়ে
(ঘ)নোলক বুয়ার মেয়ে

উত্তরঃ (খ) কাজের মেয়ে


Explanation: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ফুলকলির পরিচয় হলো কাজের মেয়ে ৷

  1. ‘লোহার টুপি ওদের মগজ খেয়েছে’ এ উক্তি দ্বারা পাকিস্তানি সৈনিকদের কোন দিকটি প্রকাশ পেয়েছে?

    উত্তরঃ ‘লোহার টুপি ওদের মগজ খেয়েছে’ এ উক্তি দ্বারা পাকিস্তানি সৈনিকদের বর্বরতা দিকটি প্রকাশ পেয়েছে ৷

  2. ফুলকলি কে?

    উত্তরঃ ফুলকলি হচ্ছে কমান্ডারের কাজের মেয়ে ৷

  3. বাপ-মা হারা মনির মাঝে মাঝে ‘রাজা’ সাজে। মনির ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

    উত্তরঃ বাপ-মা হারা মনির মাঝে মাঝে ‘রাজা’ সাজে। মনির ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধা চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ৷

  4. গাঁয়ের কোন চোরকে পুলিশ ধরেছিল?

    উত্তরঃ গাঁয়ের রবি চোরকে পুলিশ ধরেছিল ৷

  5. বুধা কানু দয়ালের বাড়িতে বসে রেডিওতে কী শুনছিল?

    উত্তরঃ বুধা কানু দয়ালের বাড়িতে বসে রেডিওতে ৭ই মার্চের ভাষণ শুনছিল ৷

5/5(3 votes)
Scroll to Top