[Question] মধুর মা বুধাকে আদর করে কেন?
(ক) | বুধার কেউ নেই বলে |
(খ) | বুধার মধ্যে মধুর প্রতিচ্ছবি আছে |
(গ) | বুধা মধুর মতো সাহসী সেজন্য |
(ঘ) | বুধার থাকার জায়গা নেই বলে |
Explanation: মধুর মা বুধাকে আদর করে কারণ বুধার মধ্যে মধুর প্রতিচ্ছবি আছে ৷
-
শাপলা তুলে বাড়ি যাচ্ছে কে?
উত্তরঃ শাপলা তুলে বাড়ি যাচ্ছে কুন্তি ৷
-
গাঁয়ের লোক বুধার নাম কী দিয়েছে?
উত্তরঃ গাঁয়ের লোক বুধার নাম কাকতাড়ুয়া দিয়েছে ৷
-
বুধাকে ‘সোনাবাবা’ নাম কে দিয়েছিল?
উত্তরঃ বুধাকে ‘সোনাবাবা’ নাম জয়নাল চাচা দিয়েছিল ৷
-
বুধা কোথায় বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিল?
উত্তরঃ বুধা কানুদয়ালের বাড়িতে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিল ৷
-
কে বেশি সওদা করতে পারলে আনন্দে আত্মহারা হয়ে যায়?
উত্তরঃ হাশেম মিয়া বেশি সওদা করতে পারলে আনন্দে আত্মহারা হয়ে যায় ৷
-
বুধা বুকের ভিতর কি ধরে রেখেছে?
উত্তরঃ বুধা বুকের ভিতর মুক্তিযুদ্ধ ধরে রেখেছে ৷