অনেকদিন ‘ও’ বুড়িকে গোবর কুড়িয়ে দিয়েছে- এখানে ‘ও’ কে? [MCQ]

[Question] অনেকদিন ‘ও’ বুড়িকে গোবর কুড়িয়ে দিয়েছে- এখানে ‘ও’ কে?

(ক)কুন্তি
(খ)মধু
(গ)ফুলকলি
(ঘ)বুধা

উত্তরঃ (ঘ) বুধা


Explanation: অনেকদিন ‘ও’ বুড়িকে গোবর কুড়িয়ে দিয়েছে- এখানে ‘ও’ হলো বুধা

  1. বুধা নিজেকে বঙ্গবন্ধু বলে ডাকতে বলেছিল কাকে?

    উত্তরঃ বুধা নিজেকে বঙ্গবন্ধু বলে ডাকতে বলেছিল মিঠুকে ৷

  2. আলির নতুন দোকান কোন গাছের নিচে ছিল?

    উত্তরঃ আলির নতুন দোকান কড়ই গাছের নিচে ছিল ৷

  3. মিঠুর মাকে বুধা কী বলে ডাকে?

    উত্তরঃ মিঠুর মাকে বুধা খালা বলে ডাকে ৷

  4. ‘ওরা সংখ্যায় বেশি হবে না’- বুধার এ উক্তিতে কাদেরকে বোঝানো হয়েছে?

    উত্তরঃ ‘ওরা সংখ্যায় বেশি হবে না’- বুধার এ উক্তিতে রাজাকারদের বোঝানো হয়েছে ৷

  5. বুধাকে কার কাছে মুরব্বি মনে হয়?

    উত্তরঃ বুধাকে তার চাচির কাছে মুরব্বি মনে হয় ৷

5/5(3 votes)
Scroll to Top