কে ছোটবেলায় ভূতের গল্প শোনেনি? [MCQ]

[Question] কে ছোটবেলায় ভূতের গল্প শোনেনি?

(ক)কুন্তি
(খ)মধু
(গ)ফুলকলি
(ঘ)বুধা

উত্তরঃ (ঘ) বুধা


Explanation: বুধা ছোটবেলায় ভূতের গল্প শোনেনি

  1. মধু কীভাবে মারা গেছে?

    উত্তরঃ মধু আগুনে পুড়ে মারা গেছে ৷

  2. আহাদ মুন্সির ছেলে বুধাকে কান ধরে টেনে তুলল কখন?

    উত্তরঃ আহাদ মুন্সির ছেলে বুধাকে কান ধরে টেনে তুলল ভোর বেলা ৷

  3. আলির নিকট থেকে বুধা কী চেয়ে নিয়ে আসে?

    উত্তরঃ আলির নিকট থেকে বুধা কেরোসিন চেয়ে নিয়ে আসে ৷

  4. মিলিটারি সম্পর্কে বুধার ধারণা না থাকার কারণ কী?

    উত্তরঃ মিলিটারি সম্পর্কে বুধার ধারণা না থাকার কারণ গ্রামে কখনো মিলিটারি আসেনি ৷

  5. বুধাকে কয়জন রাজাকার খুঁজতে আসে?

    উত্তরঃ বুধাকে তিনজন রাজাকার খুঁজতে আসে ৷

5/5(3 votes)
Scroll to Top