‘সেদিনের ছোঁড়া, ঢঙ কত।’- উক্তিটি কার? [MCQ]

[Question] ‘সেদিনের ছোঁড়া, ঢঙ কত।’- উক্তিটি কার?

(ক)কুন্তির
(খ)রানির
(গ)বুয়ার
(ঘ)রবির

উত্তরঃ (ঘ) রানির


Explanation: ‘সেদিনের ছোঁড়া, ঢঙ কত।’- উক্তিটি রানির

  1. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?

    উত্তরঃ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের প্রধান চরিত্র বুধা ৷

  2. কুন্তিরা মোট কয় ভাই-বোন?

    উত্তরঃ কুন্তিরা মোট আট ভাই-বোন ৷

  3. ‘পথ ওকে ডাকে- আয়। ও হেসে বলে এই তো এসেছি’- এই বাক্যে বুধা চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?

    উত্তরঃ ‘পথ ওকে ডাকে- আয়। ও হেসে বলে এই তো এসেছি’- এই বাক্যে বুধা চরিত্রের মুক্ত মানুষ দিকটি প্রকাশ পেয়েছে ৷

  4. বুধা দুঃখকে কিসের মতো মনে করে?

    উত্তরঃ বুধা দুঃখকে শকুনের মতো মনে করে ৷

  5. বুধার হাসির শব্দে শাহাবুদ্দিন ভয় পায় কেন?

    উত্তরঃ বুধার হাসির শব্দে শাহাবুদ্দিন ভয় পায়, কারণ তার হাসি সাহসের প্রতীক বলে ৷

5/5(3 votes)
Scroll to Top