[Question] বুধা চাচির বাড়িতে গেলে কার চোখ ছলছল করত?
(ক) | চাচির |
(খ) | চাচার |
(গ) | কুন্তির |
(ঘ) | চাচাতো ভাইয়ের |
Explanation: বুধা চাচির বাড়িতে গেলে কুন্তির চোখ ছলছল করত ৷
-
চাচির কাছে বুধাকে কখন মুরব্বির মতো মনে হয়?
উত্তরঃ বুধার চোখ যখন লাল হয়ে যায়, তখন চাচির কাছে মুরব্বির মতো মনে হয়।
-
বুধা ফুলকলিকে কী খেতে দিল?
উত্তরঃ বুধা ফুলকলিকে দুটি জিলাপি খেতে দিল।
-
বুধা চাচির বাড়ি ছেড়েছিল কেন?
উত্তরঃ বুধা চাচির বাড়িতে প্রথমে আশ্রয় মিলেছিল। কিন্তু দারিদ্র্যের কথা তুললে বুধা সেই বাড়ি ত্যাগ করে।