বুধা চাচির বাড়িতে গেলে কার চোখ ছলছল করত? [MCQ]

[Question] বুধা চাচির বাড়িতে গেলে কার চোখ ছলছল করত?

(ক)চাচির
(খ)চাচার
(গ)কুন্তির
(ঘ)চাচাতো ভাইয়ের

উত্তরঃ (গ) কুন্তির


Explanation: বুধা চাচির বাড়িতে গেলে কুন্তির চোখ ছলছল করত ৷

  1. চাচির কাছে বুধাকে কখন মুরব্বির মতো মনে হয়?

    উত্তরঃ বুধার চোখ যখন লাল হয়ে যায়, তখন চাচির কাছে মুরব্বির মতো মনে হয়।

  2. বুধা ফুলকলিকে কী খেতে দিল?

    উত্তরঃ বুধা ফুলকলিকে দুটি জিলাপি খেতে দিল।

  3. বুধা চাচির বাড়ি ছেড়েছিল কেন?

    উত্তরঃ বুধা চাচির বাড়িতে প্রথমে আশ্রয় মিলেছিল। কিন্তু দারিদ্র্যের কথা তুললে বুধা সেই বাড়ি ত্যাগ করে।

5/5(3 votes)
Scroll to Top