[Question] তাহেরার লজ্জা-শরম নেই কেন?
Explanation: তাহেরার লজ্জা-সরম নেই কারণ পালিয়ে এসেছে ৷
-
বহিপীরের বয়স কত?
উত্তরঃ বহিপীরের বয়স পঞ্চাশের কিছু বেশি।
-
‘বহিপীর’ নাটকটির রচনাকাল কত?
উত্তরঃ ‘বহিপীর’ নাটকটির রচনাকাল বইটিতে উল্লেখ নেই। প্রকাশকাল হলো ১৯৬০ খ্রিস্টাব্দ।
-
হাতেম আলির জমিদারি কোথায় ছিল?
উত্তরঃ হাতেম আলির জমিদারি ছিল রেশমপুরে।
-
হাশেম আলি কিসের ব্যবসায় করতে চেয়েছিল?
উত্তরঃ হাশেম আলি ছাপাখানার ব্যবসায় করতে চেয়েছিল।
-
‘বহিপীর’ নাটকের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
উত্তরঃ ‘বহিপীর’ নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর।