‘বহিপীর’ নাটকে কোন সময়ের সমাজচিত্র প্রতিফলিত হয়েছে? [MCQ]

[Question] ‘বহিপীর’ নাটকে কোন সময়ের সমাজচিত্র প্রতিফলিত হয়েছে?

উত্তরঃ B. উনিশ শতকের শেষ ভাগের

Explanation: ‘বহিপীর’ নাটকে উনিশ শতকের শেষ ভাগের সমাজচিত্র প্রতিফলিত হয়েছে

  1. জমিদার হাতেম আলি শহরে কার কাছে আর্থিক সাহায্যের জন্য এসেছেন?

    উত্তরঃ জমিদার হাতেম আলি শহরে তার বাল্যবন্ধু আনোয়ারউদ্দিনের কাছে আর্থিক সাহায্যের জন্য এসেছেন।

  2. ‘বহিপীর’ নাটক কত সালে প্রথম প্রকাশিত হয়?

    উত্তরঃ ‘বহিপীর’ নাটক ১৯৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।

  3. নাটকের প্রাণ কোনটি?

    উত্তরঃ নাটকের প্রাণ হলো সংলাপ।

  4. হাতেম আলির বন্ধুটির নাম কী?

    উত্তরঃ হাতেম আলির বন্ধুটির নাম আনোয়ারউদ্দিন।

  5. ‘ছোট মুখে বড় কথা’- ‘বহিপীর’ নাটকে উক্তিটি কার ছিল?

    উত্তরঃ ‘ছোট মুখে বড় কথা’- ‘বহিপীর’ নাটকে উক্তিটি হকিকুল্লাহর।

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top