‘নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না, পদ্ম-পলাশ থাকে না। খালি কচুরিপানা ভেসে যায়’- তাহেরার এ উক্তিতে কী ফুটে উঠেছে? [MCQ]

[Question] ‘নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না, পদ্ম-পলাশ থাকে না। খালি কচুরিপানা ভেসে যায়’- তাহেরার এ উক্তিতে কী ফুটে উঠেছে?

উত্তরঃ C. তুচ্ছতাবোধ

Explanation: ‘নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না, পদ্ম-পলাশ থাকে না। খালি কচুরিপানা ভেসে যায়’- তাহেরার এ উক্তিতে তুচ্ছতাবোধ ফুটে উঠেছে ৷

  1. ‘বহিপীর’ নাটকটি কত সালে পুরস্কার লাভ করে?

    উত্তরঃ ‘বহিপীর’ নাটকটি ১৯৫৫ সালে পুরস্কার লাভ করে।

  2. ‘বহিপীর’ নাটকে ডেমরাঘাট থেকে উদ্ধার করা মেয়েটির নাম কী?

    উত্তরঃ ‘বহিপীর’ নাটকে ডেমরাঘাট থেকে উদ্ধার করা মেয়েটির নাম তাহেরা।

  3. “কিন্তু আমাদের বজরায় কী হচ্ছে বুঝতে পারছি না”- উক্তিটি কার?

    উত্তরঃ “কিন্তু আমাদের বজরায় কী হচ্ছে বুঝতে পারছি না”- উক্তিটি জমিদারগিন্নি খোদেজার।

  4. হাতেম আলির বন্ধুটির নাম কী?

    উত্তরঃ হাতেম আলির বন্ধুটির নাম আনোয়ারউদ্দিন।

  5. বহিপীরের সহকারী কে ছিল?

    উত্তরঃ বহিপীরের সহকারী ছিল হকিকুল্লাহ্।

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top