[Question] আমার মাথার ওপর হঠাৎ যেন আকাশ ভেঙ্গে পড়েছে বহিপীর নাটকে উক্তিটি কার?
Explanation: ‘আমার মাথার ওপর হঠাৎ যেন আকাশ ভেঙ্গে পড়েছে’ ‘বহিপীর’ নাটকে উক্তিটি হাতেম আলির ৷
-
‘কী ঝড়ই হলো শেষ রাতে’- উক্তিটি কার?
উত্তরঃ ‘কী ঝড়ই হলো শেষ রাতে’- উক্তিটি হাশেমের।
-
বদলোকেরা কী দিয়ে তাহেরাকে গিলে খাচ্ছিল?
উত্তরঃ বদলোকেরা তাহেরাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল।
-
বজরা কোন ঘাটে থেমেছিল?
উত্তরঃ বজরা ডেমরা ঘাটে থেমেছিল।
-
কোন আইনে জমিদারি নিলাম হতে চলেছে?
উত্তরঃ সূর্যাস্ত আইনে জমিদারি নিলাম হতে চলেছে।
-
‘বহিপীর’ নাটকের শুরুতে কোন গানের উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ ‘বহিপীর’ নাটকের শুরুতে ভাটিয়ালি গানের কথা উল্লেখ করা হয়েছে।
Related Questions:-