[Question] শিলার দাদি পিঠা বানালে অমঙ্গলের আশঙ্কায় সব সময় প্রথম পিঠাটি জঙ্গলে ফেলে দেন। কাউকে খেতে দেন না। শিলার দাদি ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করেছেন?
Explanation: শিলার দাদি পিঠা বানালে অমঙ্গলের আশঙ্কায় সব সময় প্রথম পিঠাটি জঙ্গলে ফেলে দেন। কাউকে খেতে দেন না। শিলার দাদি ‘বহিপীর’ নাটকের খোদেজা চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করেছেন ৷
-
কত বছর পূর্বে বহিপীরের প্রথম স্ত্রীর মৃত্যু হয়?
উত্তরঃ চৌদ্দ বছর পূর্বে বহিপীরের প্রথম স্ত্রীর মৃত্যু হয়।
-
তাহেরার বিয়ে কার সঙ্গে হয়েছিল?
উত্তরঃ তাহেরার বিয়ে হয়েছিল বহিপীরের সঙ্গে।
-
সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯২০ (১৯২২) সালে জন্মগ্রহণ করেন।
-
সৈয়দ ওয়ালীউল্লাহ কোন শহরে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন।
-
বহিপীর নাটকের শুরুতে কোন গানের উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ ‘বহিপীর’ নাটকের শুরুতে ভাটিয়ালি গানের কথা উল্লেখ করা হয়েছে।
Related Questions:-