‘এমন জোয়ান মর্দ ছেলে, মায়ের আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন?”—উক্তিটি কার? [MCQ]

[Question] ‘এমন জোয়ান মর্দ ছেলে, মায়ের আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন?”—উক্তিটি কার?

উত্তরঃ B. বহিপীরের

Explanation: ‘এমন জোয়ান মর্দ ছেলে, মায়ের আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন?”—উক্তিটি বহিপীরের ৷ উক্তিটিতে ব্যঙ্গ প্রকাশ পেয়েছে ৷

  1. বজরার ছাদে কী শুকায়?

    উত্তরঃ বজরার ছাদে রঙিন আলখাল্লা ও পায়জামা শুকায়।

  2. কার বয়স বেশি হলেও শরীর মজবুত?

    উত্তরঃ বহিপীরের বয়স বেশি হলেও শরীর মজবুত।

  3. কোন মেয়ে সহজে ভয় পায় না?

    উত্তরঃ যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে, সে সহজে ভয় পায় না।

  4. বহিপীরের বয়স কত?

    উত্তরঃ বহিপীরের বয়স পঞ্চাশোর্ধ ৷

  5. বদ লোকেরা কাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে?

    উত্তরঃ বদ লোকেরা তাহেরাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে।

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top