খোদেজা তাহেরাকে ডেমরার ঘাট থেকে বজরায় তুলে নেয় কেন? [MCQ]

Question:- খোদেজা তাহেরাকে ডেমরার ঘাট থেকে বজরায় তুলে নেয় কেন?

উত্তরঃ A. স্নেহের কারণে

Explanation:- খোদেজা তাহেরাকে ডেমরার ঘাট থেকে বজরায় তুলে নেয় স্নেহের কারণে ৷

  1. কারও সঙ্গে কথা না বলে কে বেশিক্ষণ থাকতে পারে না?

    উত্তরঃ কারও সঙ্গে কথা না বলে পীর বেশিক্ষণ থাকতে পারে না।

  2. কার মাথায় আকাশ ভেঙে পড়েছে?

    উত্তরঃ হাতেম আলির মাথায় আকাশ ভেঙে পড়েছে ৷

  3. হাতেম আলিকে হয়তো কে পথ বাতলে দিতে পারবে?

    উত্তরঃ হাতেম আলিকে হয়তো বহিপীর পথ বাতলে দিতে পারবে।

  4. ‘বহিপীর’ নাটকে কে কোনো পথ দেখছে না?

    উত্তরঃ হাতেম আলি কোনো পথ দেখছে না।

  5. বহিপীরের বাড়ি কোথায়?

    উত্তরঃ বহিপীরের বাড়ি সুনামগঞ্জে ৷

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top