Question:- ‘আপনার এ গোলমাল ভালো না লাগলে আপনি আর কষ্ট করবেন না। আমিই পীর সাহেবকে বলব।’- উক্তিটি কার?
Explanation:- ‘আপনার এ গোলমাল ভালো না লাগলে আপনি আর কষ্ট করবেন না। আমিই পীর সাহেবকে বলব।’- উক্তিটি তাহেরার ৷
-
কে সাবধানী লোক?
উত্তরঃ পীর সাহেব সাবধানী লোক।
-
কার চোখ হিংস্র জন্তুর মতো জ্বলে ওঠে?
উত্তরঃ পীর সাহেবের চোখ হিংস্র জন্তুর মতো জ্বলে ওঠে।
-
বিবি সঙ্গে না গেলে পীর সাহেব কোথায় খবর দেবে?
উত্তরঃ বিবি সঙ্গে না গেলে পীর সাহেব পুলিশে খবর দেবে।
-
খোদেজা কখন তাহেরার চুল বেঁধে দিয়েছিল?
উত্তরঃ খোদেজা মাগরিবের আগে তাহেরার চুল বেঁধে দিয়েছিল।
-
তাহেরার লজ্জা-শরম নেই কেন?
উত্তরঃ তাহেরার লজ্জা-শরম নেই কারণ পালিয়ে এসেছে ৷
Related Questions:-