তাহেরার বয়স কত? [MCQ]

Question:- তাহেরার বয়স কত?

উত্তরঃ A. অল্প

Explanation:- তাহেরার বয়স অল্প ৷

  1. বহিপীরের প্রথম স্ত্রী মারা যায় কত বছর আগে?

    উত্তরঃ বহিপীরের প্রথম স্ত্রী মারা যায় চৌদ্দ বছর আগে ৷

  2. হাতেম আলী বয়স কত?

    উত্তরঃ বহিপীর নাটকে হাতেম আলীর বয়স পঞ্চাশের মতো ৷

  3. বহিপীরের বয়স কত ছিল?

    উত্তরঃ ‘বহিপীর’ নাটকে বহিপীরের বয়স পঞ্চাশোর্ধ্ব ৷

  4. তাহেরার বাবার নাম কি?

    উত্তরঃ তাহেরার বাবার নাম —

  5. পীর সাহেবকে বহিপীর বলার কারণ কী?

    উত্তরঃ পীরসাহেব বইয়ের ভাষা তথা সাধু ভাষায় কথা বলেন বলে তাঁকে বহিপীর বলা হয়।

  6. বহিপীরের মতে কি না থাকলে রুহ মরে যায়?

    উত্তরঃ বহিপীরের মতে সামান্য স্নেহ না থাকলে রূহ মরে যায়

  7. বহিপীর নাটকের অনমনীয় ও মানবিক চরিত্র কোনটি?

    উত্তরঃ বহিপীর নাটকের অনমনীয় ও মানবিক চরিত্র তাহেরা ৷

  8. ছোট মুখে বড় কথা কে বলেছিলেন?

    উত্তরঃ ছোট মুখে বড় কথা বলেছিলেন হকিকুল্ল্লাহ ৷

  9. বহিপীর কত সালে প্রকাশিত হয়?

    উত্তরঃ বহিপীর নাটক ১৯৬০ সালে প্রকাশিত হয় ৷

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top