তাহেরা পালিয়ে বীরত্বের পরিচয় দিয়েছেন এমন ধারণা কার? [MCQ]

Question:- তাহেরা পালিয়ে বীরত্বের পরিচয় দিয়েছেন এমন ধারণা কার?

উত্তরঃ A. খোদেজার

Explanation:- তাহেরা পালিয়ে বীরত্বের পরিচয় দিয়েছেন এমন ধারণা খোদেজার

  1. ‘এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না’ খোদেজার এমন মন্তব্যের কারণ কী?

    উত্তরঃ ‘এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না’ খোদেজার এমন মন্তব্যের কারণ হলো বাড়ি থেকে পলায়ন ও ভয়-ডর না থাকা ৷

  2. খোদেজার মতে, তাহেরার বিয়ে অস্বীকার করার বিষয়টি কেমন?

    উত্তরঃ খোদেজার মতে, তাহেরার বিয়ে অস্বীকার করার বিষয়টি অযৌক্তিক ও পাপের শামিল ৷

  3. ‘বহিপীর’ নাটকটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়?

    উত্তরঃ ‘বহিপীর’ নাটকটি ১৯৬০ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় ৷

  4. ‘বহিপীর’ নাটকের দ্বিতীয় অঙ্কে কয়টি কামরায় লন্ঠন জ্বালানো থাকবে?

    উত্তরঃ ‘বহিপীর’ নাটকের দ্বিতীয় অঙ্কে দুটি কামরায় লন্ঠন জ্বালানো থাকবে ৷

  5. বহিপীরের মতে, মানুষ কী দিয়ে সবকিছু বিচার করে?

    উত্তরঃ বহিপীরের মতে, মানুষ সময়ের দীর্ঘতা দিয়ে দিয়ে সবকিছু বিচার করে ৷

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top