‘আমি এভাবে টাকা নিতে চাই না’- হাতেম আলির এ উক্তিতে প্রকাশ পেয়েছে তার- [MCQ]

Question:- ‘আমি এভাবে টাকা নিতে চাই না’- হাতেম আলির এ উক্তিতে প্রকাশ পেয়েছে তার-

উত্তরঃ C. মানবিকতা

Explanation:- ‘আমি এভাবে টাকা নিতে চাই না’- হাতেম আলির এ উক্তিতে প্রকাশ পেয়েছে তার মানবিকতা ৷

  1. বহিপীর নাটকে কখন ঝড় হওয়ার কথা উল্লেখ রয়েছে?

    উত্তরঃ বহিপীর নাটকে শেষ রাতে ঝড় হওয়ার কথা উল্লেখ রয়েছে ৷

  2. কার বয়স বেশি হলেও শরীর মজবুত?

    উত্তরঃ বহিপীরের বয়স বেশি হলেও শরীর মজবুত ৷

  3. কোথা থেকে তাহেরাকে বজরায় তুলে নেন জমিদার গিন্নি?

    উত্তরঃ ডেমরা ঘাট থেকে তাহেরাকে বজরায় তুলে নেন জমিদার গিন্নি ৷

  4. একটি মুসলমান মেয়ে বিপদে পড়েছে- খোদেজা এ খবর পেয়েছিলেন কার কাছ থেকে?

    উত্তরঃ একটি মুসলমান মেয়ে বিপদে পড়েছে- খোদেজা এ খবর পেয়েছিলেন চাকরের কাছ থেকে

  5. ‘সাবাস মেয়ে তুমি। এমন মেয়েও কারও পেটে জন্মায়, জানতাম না”- উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

    উত্তরঃ ‘সাবাস মেয়ে তুমি। এমন মেয়েও কারও পেটে জন্মায়, জানতাম না”- উক্তিটিতে প্রকাশ পেয়েছে কটাক্ষ

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top