‘দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষা ক্ষেত্র’- উক্তিটি কার? [MCQ]

Question:- ‘দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষা ক্ষেত্র’- উক্তিটি কার?

উত্তরঃ A. বহিপীর

Explanation:- ‘দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষা ক্ষেত্র’- উক্তিটি বহিপীর এর ৷

  1. দুনিয়াটা সত্যি কঠিন ক্ষেত্র বহিপীর নাটকে কে এ উক্তিটি করেছে?

    উত্তরঃ দুনিয়াটা সত্যি কঠিন ক্ষেত্র বহিপীর নাটকে বহিপীর এ উক্তিটি করেছে ৷

  2. খোদা খোদা সবই খোদার রহমত উক্তিটি কার?

    উত্তরঃ খোদা খোদা সবই খোদার রহমত উক্তিটি খোদেজার ৷

  3. এতক্ষণে ঝড় থামিল উক্তিটি কার?

    উত্তরঃ এতক্ষণে ঝড় থামিল উক্তিটি হাশেমের ৷

  4. বুঝেছি কিস্তিমাত করা চাল বহিপীর নাটকে এ উক্তিটি কার?

    উত্তরঃ বুঝেছি কিস্তিমাত করা চাল বহিপীর নাটকে এ উক্তিটি হাশেম আলির ৷

  5. বদ লোকেরা তোমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে উক্তিটি কার?

    উত্তরঃ বদ লোকেরা তোমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে উক্তিটি খোদেজার৷

  6. হাশেমের চোখে কান্না এলো কার কথা ভেবে?

    উত্তরঃ হাশেমের চোখে কান্না এলো হাতেমের কথা ভেবে ৷

  7. উত্তম কথা কেন বলেছেন পীর সাহেব উক্তিটি কার?

    উত্তরঃ উত্তম কথা কেন বলেছেন পীর সাহেব উক্তিটি হাশেমের ৷

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top