Question:- হকিকুল্লাহ কে?
Explanation:- হকিকুল্লাহ হলো পীরের সহযোগী ৷
-
খোদেজার কাছে বিয়ে হলো কিসের কথা?
উত্তরঃ খোদেজার কাছে বিয়ে হলো তকদিরের কথা ৷
-
“খালি কচুরিপানা, কেবল কচুরিপানা ভেসে যায়” উক্তিটিতে তাহেরার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে?
উত্তরঃ “খালি কচুরিপানা, কেবল কচুরিপানা ভেসে যায়” উক্তিটিতে তাহেরার হতাশা মনোভাব প্রকাশ পেয়েছে ৷
-
বহিপীর নাটকে বহিপীরের মুরিদ কে?
উত্তরঃ বহিপীর নাটকে বহিপীরের মুরিদ তাহেরা ও তার বাবা ৷
-
বহিপীর নাটকে ‘বকরি-ঈদ’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ বহিপীর নাটকে ‘বকরি-ঈদ’ বলতে কুরবানির ঈদ বোঝানো হয়েছে ৷
-
জমিদারের বজরায় আশ্রয় নেওয়া পীর কখন চালে যাবেন?
উত্তরঃ জমিদারের বজরায় আশ্রয় নেওয়া পীর দুপুরের খাওয়ার পর চালে যাবেন ৷
Related Questions:-