Question:- বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ কি?
Explanation:- বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ কথ্যভাষা অপবিত্র ৷
-
সর্বদা বহিপীরের কি করার অভ্যাস?
উত্তরঃ সর্বদা বহিপীরের ওয়াজ-নসিহত করার অভ্যাস ৷
-
বহিপীরের যুক্তিতে সামান্য স্নেহের অভাবে কী ঘটে?
উত্তরঃ বহিপীরের যুক্তিতে সামান্য স্নেহের অভাবে রূহ মারা যায় ৷
-
হাতেম আলী শহরে এসেছিলেন কেন?
উত্তরঃ হাতেম আলী শহরে এসেছিলেন চিকিৎসার জন্য ও টাকা জোগাড় করতে ৷
-
পানিতে ঝাঁপ দিয়ে মরব, তবু যাব না‘- উক্তিটিতে তাহেরা চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
উত্তরঃ পানিতে ঝাঁপ দিয়ে মরব, তবু যাব না‘- উক্তিটিতে তাহেরা চরিত্রের দৃঢ়তা দিকটি প্রকাশ পেয়েছে ৷
-
খোদার ভেদ বোঝা সত্যিই মুশকিল উক্তিটি কার?
উত্তরঃ খোদার ভেদ বোঝা সত্যিই মুশকিল উক্তিটি বহিপীরের ৷
Related Questions:-