Question:- ‘হাশেম। এ কী করে সম্ভব! তোর কি মাথা খারাপ হলো নাকি’-কী প্রসঙ্গে খোদেজা এ কথা বলেছেন?
Explanation:- ‘হাশেম। এ কী করে সম্ভব! তোর কি মাথা খারাপ হলো নাকি’-তাহেরাকে হাশেমের বিয়ে করা প্রসঙ্গে খোদেজা এ কথা বলেছেন ৷
-
বহিপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
উত্তরঃ বহিপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর ৷
-
বহিপীরের মতে, পুত্র-কন্যার শিক্ষাদীক্ষার ভার কার ওপর ন্যস্ত থাকে?
উত্তরঃ বহিপীরের মতে, পুত্র-কন্যার শিক্ষাদীক্ষার ভার পিতা-মাতার ওপর ন্যস্ত থাকে ৷
-
‘একবার শুরু হলে তার শেষ নাই’ হাতেম আলি কী সম্পর্কে বলেছেন?
উত্তরঃ ‘একবার শুরু হলে তার শেষ নাই’ হাতেম আলি মিথ্যাবাদিতা সম্পর্কে বলেছেন ৷
-
হাতেম আলি যখন রেশমপুরের জমিদারি হাতে পান তখন তার অবস্থা কেমন ছিল?
উত্তরঃ হাতেম আলি যখন রেশমপুরের জমিদারি হাতে পান তখন তার অবস্থা বেশ খারাপ ছিল ৷
-
জমিদারির আয়ের বর্তমান অবস্থা বোঝাতে হাতিম আলি কোন বিশেষণটি ব্যবহার করেছে?
উত্তরঃ জমিদারির আয়ের বর্তমান অবস্থা বোঝাতে হাতিম আলি অন্তঃসারশূন্য বিশেষণটি ব্যবহার করেছে ৷
Related Questions:-