‘তাছাড়া তো আগুনে ঝাপাইয়া পড়িতে যাইতেছে না। তাহারা তাহাদের নতুন জীবনের পথে যাইতেছে।’ বহিপীর এ কথার দ্বারা যে মনোভাব প্রকাশ করেছেন- [MCQ]

Question:- ‘তাছাড়া তো আগুনে ঝাপাইয়া পড়িতে যাইতেছে না। তাহারা তাহাদের নতুন জীবনের পথে যাইতেছে।’ বহিপীর এ কথার দ্বারা যে মনোভাব প্রকাশ করেছেন-

উত্তরঃ A. বাস্তবতা মেনে নেওয়া

Explanation:- ‘তাছাড়া তো আগুনে ঝাপাইয়া পড়িতে যাইতেছে না। তাহারা তাহাদের নতুন জীবনের পথে যাইতেছে।’ বহিপীর এ কথার দ্বারা যে মনোভাব প্রকাশ করেছেন তা হলো বাস্তবতা মেনে নেওয়া ৷

  1. কত বছর আগে বহিপীরের প্রথম স্ত্রী মারা যায়?

    উত্তরঃ চৌদ্দ বছর আগে বহিপীরের প্রথম স্ত্রী মারা যায় ৷

  2. তাহেরাকে বিয়ে করার ব্যাপারে বহিপীরের মনোভাব কেমন ছিল?

    উত্তরঃ তাহেরাকে বিয়ে করার ব্যাপারে বহিপীরের মনোভাব মোটামুটি সম্মত ছিল ৷

  3. বহিপীর কোন ঘটনাটিকে ‘ইমানে গায়ের-মামুলি কান্ড’ বললেন?

    উত্তরঃ বহিপীর তাহেরার পালিয়ে যাওয়া ঘটনাটিকে ‘ইমানে গায়ের-মামুলি কান্ড’ বললেন ৷

  4. ‘যাহাকে তখনো আমি দেখি নাই’- বহিপীর কার কথা বলেছেন?

    উত্তরঃ ‘যাহাকে তখনো আমি দেখি নাই’- বহিপীর তাহেরার কথা বলেছেন ৷

  5. ‘আমার মুরিদের মুখ ভয়ে শুকাইয়া গেল’- কিসের ভয়?

    উত্তরঃ ‘আমার মুরিদের মুখ ভয়ে শুকাইয়া গেল’- পীরের বদদোয়ার ভয় ৷

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top