বহিপীর নাটকের প্রথম দৃশ্যে মোড়ায় উপবিষ্ট ছিল কে? [MCQ]

Question:- বহিপীর নাটকের প্রথম দৃশ্যে মোড়ায় উপবিষ্ট ছিল কে?

উত্তরঃ D. হাশেম আলি

Explanation:- বহিপীর নাটকের প্রথম দৃশ্যে মোড়ায় উপবিষ্ট ছিল হাশেম আলি

  1. তাহেরা ঘর ছেড়ে পালালেও বহিপীর পুলিশে খবর দিতে দিলেন না কেন?

    উত্তরঃ তাহেরা ঘর ছেড়ে পালালেও বহিপীর পুলিশে খবর দিতে দিলেন না কারণ জানাজানি হওয়ার ভয়ে ৷

  2. তাহেরা পালিয়ে যাওয়ার পর কে অধীর হয়ে পুলিশে খবর দিতে চেয়েছিল?

    উত্তরঃ তাহেরা পালিয়ে যাওয়ার পর তাহেরার সৎমা অধীর হয়ে পুলিশে খবর দিতে চেয়েছিল ৷

  3. তাহেরাকে খুঁজতে বহিপীর কোথায় গিয়েছিলেন?

    উত্তরঃ তাহেরাকে খুঁজতে বহিপীর কদমতলা গিয়েছিলেন ৷

  4. “আমার পরিবার দেউলে হবে, সবকিছু উচ্ছন্নে যাবে”- কী ঘটলে?

    উত্তরঃ “আমার পরিবার দেউলে হবে, সবকিছু উচ্ছন্নে যাবে”- জমিদারি নিলামে উঠলে

  5. বহিপীরের মতে কারা কখনোই কথা গোপন রাখতে পারে না?

    উত্তরঃ বহিপীরের মতে নারীরা কখনোই কথা গোপন রাখতে পারে না ৷

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top