Question:- বহিপীর নাটকের প্রথম দৃশ্যে মোড়ায় উপবিষ্ট ছিল কে?
Explanation:- বহিপীর নাটকের প্রথম দৃশ্যে মোড়ায় উপবিষ্ট ছিল হাশেম আলি ৷
-
তাহেরা ঘর ছেড়ে পালালেও বহিপীর পুলিশে খবর দিতে দিলেন না কেন?
উত্তরঃ তাহেরা ঘর ছেড়ে পালালেও বহিপীর পুলিশে খবর দিতে দিলেন না কারণ জানাজানি হওয়ার ভয়ে ৷
-
তাহেরা পালিয়ে যাওয়ার পর কে অধীর হয়ে পুলিশে খবর দিতে চেয়েছিল?
উত্তরঃ তাহেরা পালিয়ে যাওয়ার পর তাহেরার সৎমা অধীর হয়ে পুলিশে খবর দিতে চেয়েছিল ৷
-
তাহেরাকে খুঁজতে বহিপীর কোথায় গিয়েছিলেন?
উত্তরঃ তাহেরাকে খুঁজতে বহিপীর কদমতলা গিয়েছিলেন ৷
-
“আমার পরিবার দেউলে হবে, সবকিছু উচ্ছন্নে যাবে”- কী ঘটলে?
উত্তরঃ “আমার পরিবার দেউলে হবে, সবকিছু উচ্ছন্নে যাবে”- জমিদারি নিলামে উঠলে ৷
-
বহিপীরের মতে কারা কখনোই কথা গোপন রাখতে পারে না?
উত্তরঃ বহিপীরের মতে নারীরা কখনোই কথা গোপন রাখতে পারে না ৷
Related Questions:-