Question:- বহিপীর নাটকে তাহেরা চরিত্রের মধ্যে ফুটে উঠেছে-
Explanation:- বহিপীর নাটকে তাহেরা চরিত্রের মধ্যে ফুটে উঠেছে-নারীজাগরণের অগ্রগতি ৷
-
তাহেরা তার পরিচয় কার কাছে প্রকাশ করেছে বলে বহিপীরের সন্দেহ?
উত্তরঃ তাহেরা তার পরিচয় খোদেজার কাছে প্রকাশ করেছে বলে বহিপীরের সন্দেহ ৷
-
তাহেরার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য বহিপীর প্রথম কার কাছে তথ্য চাইলেন?
উত্তরঃ তাহেরার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য বহিপীর প্রথম হাতেম আলির কাছে তথ্য চাইলেন ৷
-
বহিপীর নাটকে খোদেজা ও হাশেমের দ্বন্দ কোনটিকে ঘিরে?
উত্তরঃ বহিপীর নাটকে খোদেজা ও হাশেমের দ্বন্দ তাহেরাকে ফিরিয়ে দেওয়া নিয়ে ৷
-
‘পীরসাহেব, আপনার বিবি আমার সঙ্গেই আছেন’ বহিপীর নাটকে উক্তিটি কার?
উত্তরঃ ‘পীরসাহেব, আপনার বিবি আমার সঙ্গেই আছেন’ বহিপীর নাটকে উক্তিটি খোদেজার ৷
-
তাহেরাকে ঘিরে নাটকীয়তার বিষয়টি কাকে স্পর্শ করে না?
উত্তরঃ তাহেরাকে ঘিরে নাটকীয়তার বিষয়টি হাতেম আলিকে স্পর্শ করে না ৷
Related Questions:-