কম্পিউটার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [MCQ]

Question:- কম্পিউটার শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তরঃ C. গ্রিক শব্দ হতে

Explanation:- কম্পিউটার শব্দটি এসেছে -গ্রিক শব্দ হতে ৷

  1. কম্পিউটার শব্দের অর্থ কি?

    উত্তরঃ কম্পিউটার শব্দের অর্থ গননাকারী যন্ত্র।

  2. কম্পিউটারের প্রধান অংশ গুলো কি কি?

    উত্তরঃ কম্পিউটারের প্রধান অংশ গুলো ইনপুট, মেমোরি, প্রসেসর ও আউটপুট ৷

  3. পৃথিবীর প্রথম কম্পিউটার এর নাম কি?

    উত্তরঃ পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম হলো “ENIAC” (Electronic Numerical Integrator and Computer)। ENIAC হল প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, যা ১৯৪৬ সালে তৈরি করা হয়েছিল।

  4. কম্পিউটার কে আবিষ্কার করেন?

    উত্তরঃ কম্পিউটার আবিষ্কার করেন হওয়ার্ড এইকেন এবং আধুনিক কম্পিউটারের জনক চার্লজ ব্যাবেজ।

  5. কম্পিউটার কত প্রকার কি কি?

    উত্তরঃ কম্পিউটার প্রধানত ৩ প্রকার।
    ১. এনালগ কম্পিউটার।
    ২. ডিজিটাল কম্পিউটার।
    ৩. হাইব্রিড কম্পিউটার।

  6. ১৯৭৩ সাল পর্যন্ত কোন কম্পিউটারকে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হিসেবে গণ্য করা হত?

    উত্তরঃ ১৯৭৩ সাল পর্যন্ত ENIAC (1946) কম্পিউটারকে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হিসেবে গণ্য করা হত ৷

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top