১ ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের কত ভাগ? [MCQ]

Question:- ১ ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের কত ভাগ?

উত্তরঃ A. একশত কোটি ভাগের এক ভাগ সময়

Explanation:- ১ ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ সময়

  1. কত নেনো সেকেন্ডে ১ সেকেন্ড হয়?

    উত্তরঃ নেনোসেকেন্ড (nanosecond) হলো একটি মেট্রিক ইউনিট যা সময়ের মাত্রানুকূল একক। ১ নেনোসেকেন্ড হলে ১/১০^৯ (অথবা ০.০০০০০০০০০১ সেকেন্ড)। অর্থাৎ, ১ সেকেন্ডে এক নেনোসেকেন্ড হয়।

  2. ন্যানো সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের কত ভাগের এক ভাগ?

    উত্তরঃ ন্যানো সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ ৷

  3. ১ ন্যানো সেকেন্ড ১ সেকেন্ডের কত ভাগ সময়?

    উত্তরঃ ১ ন্যানো সেকেন্ড ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ সময় ৷

  4. মাইক্রো শব্দের অর্থ কি?

    উত্তরঃ মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্রাকার ৷

  5. কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন?

    উত্তরঃ কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় গণিতবিদ ছিলেন ৷

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top