কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য আছে কয়টি? [MCQ]

Question:- কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য আছে কয়টি?

উত্তরঃ B. ৩টি

Explanation:- কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য আছে ৩টি ৷

কম্পিউটারের বৈশিষ্ট্য

প্রত্যেক যন্ত্রেরই কোনো না কোনো বৈশিষ্ট্য আছে। নিম্নে কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো:

  • ১. দ্রুতগতি (High Speed) ।
  • ২. নির্ভুলতা (Correctness) ।
  • ৩. সূক্ষ্মতা (Accuracy) ।
  • ৪. বিশ্বাসযোগ্যতা (Relaibility)।
  • ৫. ক্লান্তিহীনতা (Dilligence)।
  • ৬. স্মৃতিশক্তি (Memory) ।
  • ৭. স্বয়ংক্রিয়তা (Automation)।
  • ৮. যুক্তিসঙ্গত সিদ্ধান্ত (Logical Decision)।
  • ৯. বহুমুখিতা (Versality)।
  • ১০. অসীম জীবনীশক্তি (Endless Life)।
  1. কম্পিউটার কি?

    উত্তরঃ কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা মানুষের দেয়া তথ্য যুক্তিসঙ্গত নির্দেশের ভিত্তিতে অতিদ্রুত এবং নির্ভুলভাবে গণনা ও সম্পাদনসহ সঠিক ফলাফল প্রদান করতে পারে। তবে বর্তমানে কম্পিউটার শুধু গণনা কাজেই নয়, প্রায় সব ধরনের কাজে ব্যবহৃত হয়। যেমন: লেখাপড়া করা, মুদ্রণ করা, তথ্য সংরক্ষন করা, গান শোনা, সিনেমা দেখা, খেলা করা, টেলিফোন করা, দেশ-বিদেশের সাথে তথ্য আদান-প্রদান করা ইত্যাদি।

  2. কম্পিউটার শব্দের অর্থ কি?

    উত্তরঃ কম্পিউটার (Computer) শব্দটির উৎপত্তি ল্যাটিন কমপুটেয়ার (Computare) থেকে- যার অর্থ গণনা করা। সে হিসেবে কম্পিউটার অর্থ গণনাকারী যন্ত্র।

  3. কম্পিউটারের বৈশিষ্ট্য কি?

    উত্তরঃ কম্পিউটার একটি বহুবিধ বৈশিষ্ট্যসম্পন্ন ইলেকট্রনিক যন্ত্র। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলঃ নির্দেশনা অনুযায়ী কাজ করা, দ্রুতগতি, নির্ভুলতা, ক্লান্তিহীনতা, বহুমুখীতা, স্মৃতিতে সংরক্ষণ ক্ষমতা, কাজের সূক্ষ্মতা, সহনশীলতা, ইত্যাদি।

  4. কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায়?

    উত্তরঃ কম্পিউটার মূলত গণনা কাজের জন্য আবিষ্কৃত হয়েছিল। তবে বর্তমানে এর ব্যবহার শুধু গণনা কাজের মধ্যে সীমাবদ্ধ নেই। মুদ্রণ শিল্পে বই-পুস্তক ও পত্র-পত্রিকা ছাপানোর কাজে, অফিস-আদালতের বিভিন্ন ফাইল সংরক্ষণ ও নিয়ন্ত্রণ, কর্মকর্তা ও কর্মচারিদের বেতন-ভাতাদি নির্ণয়ে, গৃহস্থালির রান্না-বান্না, ঘরদোর গোছানো, ফুল বাগানের পরিচর্যার কাজে, বিনোদনের জন্য গান শুনা ও সিনেমা দেখায়, তথ্য আদান-প্রদানের জন্য ফোন করা, ই-মেইল করা, ইন্টারনেট ব্রাউজ করা সহ প্রভৃতি কাজে কম্পিউটার ব্যবহার করা যায়।

  5. কম্পিউটারের ব্যাপক ব্যবহারের কারণ কি?

    উত্তরঃ কম্পিউটার আধুনিক সভ্যতার সবচেয়ে সফল মেশিন। নির্ভুলতা, গতি, সহিষ্ণুতা ইত্যাদি ক্ষেত্রে কমপিউটারের তুলনা হয় না। এছাড়া কম্পিউটারের রয়েছে তথ্য সংরক্ষণের জন্য মেমরি বা স্মৃতিভান্ডার এবং স্বয়ংক্রিয় কর্ম সম্পাদনের গুণ। এসব কারণে কম্পিউটারের ব্যবহার বেড়ে চলেছে প্রতিনিয়ত। কম্পিউটারের ব্যাপক ব্যবহারের কারণগুলো হল- এর নির্দেশনা অনুযায়ী কাজ করা, দ্রুতগতি, নির্ভুলতা, ক্লান্তিহীনতা, বহুমুখীতা, বিশাল স্মৃতিভান্ডার, উপাত্ত প্রক্রিয়াকরণ ক্ষমতা, কাজের সূক্ষ্মতা, সহিষ্ণুতা প্রভৃতি বৈশিষ্ট্য।

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top