Question:- কোনটি সঠিক ক্রম?
Explanation:- সঠিক ক্রমটি হলো ইনপুট—সিপিইউ—আউটপুট ৷
-
বিশ্বের সর্বপ্রথম ইলেট্রনিক কম্পিউটারের নাম কি?
উত্তরঃ বিশ্বের সর্বপ্রথম ইলেট্রনিক কম্পিউটারের নাম ENIAC.
-
আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে?
উত্তরঃ আধুনিক কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে ৷
-
বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি কোথায় অবস্থিত?
উত্তরঃ বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি যুক্তরাষ্টে অবস্থিত ৷
-
বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি?
উত্তরঃ বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম আইবিএম – ১৬২০ সিরিজ ৷
-
গঠন ও ক্রিয়া নীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ গঠন ও ক্রিয়া নীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা যায় ৷
Related Questions:-