Question:- কাজের প্রক্রিয়া/পদ্ধতি অনুসারে কম্পিউটারকে মূলত কয় ভাগে ভাগ করা যায়?
Explanation:- কাজের প্রক্রিয়া/পদ্ধতি অনুসারে কম্পিউটারকে মূলত ৩ ভাগে ভাগ করা যায় ৷
-
প্রথম মিনি কম্পিউটারের নাম কি?
উত্তরঃ প্রথম মিনি কম্পিউটারের নাম পিডিপি -১.
-
মাইক্রো কম্পিউটারের অপর নাম কি?
উত্তরঃ মাইক্রো কম্পিউটারের অপর নাম পার্সোনাল কম্পিউটার ৷
-
প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করেন কোন কোম্পানি?
উত্তরঃ প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করেন মাইক্রোইনস্টমেন্টেশন এন্ড টেলিমেট্রি সিস্টেমস কোম্পানি ৷
-
কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম ট্রানজিস্টর ব্যবহৃত হয়?
উত্তরঃ দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে প্রথম ট্রানজিস্টর ব্যবহৃত হয় ৷
-
কৃত্রিম বুদ্ধিমত্তা ও অপটিক্যাল ফাইবারের ব্যবহার কোন প্রজন্মের কম্পিউটারে করা হয়?
উত্তরঃ কৃত্রিম বুদ্ধিমত্তা ও অপটিক্যাল ফাইবারের ব্যবহার পঞ্চম প্রজন্মের কম্পিউটারে করা হয় ৷
Related Questions:-