ডিজিটাল কম্পিউটার কত প্রকার? [MCQ]

Question:- ডিজিটাল কম্পিউটার কত প্রকার?

উত্তরঃ B. ৪ প্রকার

Explanation:- ডিজিটাল কম্পিউটার ৪ প্রকার ৷ ডিজিটাল কম্পিউটারকে ৪ ভাগে ভাগ করা যায় তার আকার, সামর্থ্য, দাম এবং ব্যবহারের গুরুত্বের উপর ভিত্তি করে ৷ যেমনঃ

  1. মাইক্রো কম্পিউটার
  2. মিনি কম্পিউটার
  3. মেইনফ্রেম কম্পিউটার
  4. সুপার কম্পিউটার
  1. কম্পিউটারের বার্গ কি?

    উত্তরঃ কম্পিউটারের বার্গ সপটওয়্যারের অন্তর্নিহিত ভুল ৷

  2. সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয়?

    উত্তরঃ সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে ওর্য়াকস্টেশন বলা হয় ৷

  3. কোন প্রোগ্রামের ভুল বের করাকে কি বলে?

    উত্তরঃ কোন প্রোগ্রামের ভুল বের করাকে ডিবার্গিং বলে ৷

  4. কম্পিউটারের মেগানিক্যাল ডিবাউসকে কি বলা হয়?

    উত্তরঃ কম্পিউটারের মেগানিক্যাল ডিবাউসকে হার্ডওয়্যার বলা হয় ৷

  5. কম্পিউটারের ডিজিটাল পদ্বতি কোনটি?

    উত্তরঃ কম্পিউটারের ডিজিটাল পদ্বতি বাইনারি ৷

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top