Question:- বাংলাদেশে এ পর্যন্ত সুপার কম্পিউটার স্থাপিত হয়েছে কতটি?
Explanation:- বাংলাদেশে এ পর্যন্ত সুপার কম্পিউটার স্থাপিত হয়েছে ১টি ৷ (এটি বাড়তে পারে, আপডেটটি জেনে নিন)
-
বিশ্বের প্রথম সুপার কম্পিউটার কোনটি?
উত্তরঃ বিশ্বের প্রথম সুপার কম্পিউটার CRAY-1.
-
সুপার কম্পিউটারের উদ্ভাবক কে?
উত্তরঃ সুপার কম্পিউটারের উদ্ভাবক সেসুর ক্রো ৷
-
কোন সুপার কম্পিউটার বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারে পরিণত হয়েছে?
উত্তরঃ সীমান্ত সুপার কম্পিউটার বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারে পরিণত হয়েছে ৷
-
বাংলাদেশের প্রথম সুপার কম্পিউটারের নাম কি?
উত্তরঃ বাংলাদেশের প্রথম সুপার কম্পিউটারের নাম নয়ন ৷
-
বাংলাদেশের প্রথম কম্পিউটারটি কি ছিল?
উত্তরঃ বাংলাদেশের প্রথম কম্পিউটারটি ছিল মেইনফ্রেম ৷
Related Questions:-