Question:- বাংলাদেশে ১৯৬৪ সালে স্থাপিত আইবিএম-১৬২০ কম্পিউটারটি কোন প্রকারের কম্পিউটার?
or, বাংলাদেশের প্রথম কম্পিউটারটি ছিল-
Explanation:- বাংলাদেশে ১৯৬৪ সালে স্থাপিত আইবিএম-১৬২০ কম্পিউটারটি মেইনফ্রেম প্রকারের কম্পিউটার ৷
- এই কম্পিউটার স্থাপিত হয় পরমানু গবেষণা কেন্দ্রে ৷
- প্রথম কম্পিউটারের নাম IBM1620.
- IBM এর পূর্ণরূপ হলো International Business Machines.
- আইবিএম কোম্পানির 1620 সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer)।
-
১৯৬৪ সালে বাংলাদেশে প্রথম স্থাপিত আইবিএম– ১৬২০ মডেলের কম্পিউটারের প্রোগ্রামার কে ছিলেন?
উত্তরঃ ১৯৬৪ সালে বাংলাদেশে প্রথম স্থাপিত আইবিএম– ১৬২০ মডেলের কম্পিউটারের প্রোগ্রামার ছিলেন মুহাম্মদ হানিফ উদ্দিন মিয়া ৷
-
বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কী ছিল?
উত্তরঃ বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল IBM 1620 ছিল ৷
-
১৯৬৪ সালে বাংলাদেশে কোন কম্পিউটার স্থাপিত হয়?
উত্তরঃ ১৯৬৪ সালে বাংলাদেশে IBM 1620 সিরিজের কম্পিউটার স্থাপিত হয় ৷
-
বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি?
উত্তরঃ বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম আইবিএম–১৬২০ সিরিজ ৷
-
১৯৬৪ সালে সর্বপ্রথম বাংলাদেশে স্থাপিত কম্পিউটারটি কোন প্রজন্মের ছিল?
উত্তরঃ ১৯৬৪ সালে সর্বপ্রথম বাংলাদেশে স্থাপিত কম্পিউটারটি দ্বিতীয় প্রজন্মের ছিল ৷
Related Questions:-