বাংলাদেশে ১৯৬৪ সালে স্থাপিত আইবিএম-১৬২০ কম্পিউটারটি কোন প্রকারের কম্পিউটার? [MCQ]

Question:- বাংলাদেশে ১৯৬৪ সালে স্থাপিত আইবিএম-১৬২০ কম্পিউটারটি কোন প্রকারের কম্পিউটার?

or, বাংলাদেশের প্রথম কম্পিউটারটি ছিল-

উত্তরঃ B. মেইনফ্রেম

Explanation:- বাংলাদেশে ১৯৬৪ সালে স্থাপিত আইবিএম-১৬২০ কম্পিউটারটি মেইনফ্রেম প্রকারের কম্পিউটার ৷

  • এই কম্পিউটার স্থাপিত হয় পরমানু গবেষণা কেন্দ্রে ৷
  • প্রথম কম্পিউটারের নাম IBM1620.
  • IBM এর পূর্ণরূপ হলো International Business Machines.
  • আইবিএম কোম্পানির 1620 সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer)।
  1. ১৯৬৪ সালে বাংলাদেশে প্রথম স্থাপিত আইবিএম– ১৬২০ মডেলের কম্পিউটারের প্রোগ্রামার কে ছিলেন?

    উত্তরঃ ১৯৬৪ সালে বাংলাদেশে প্রথম স্থাপিত আইবিএম– ১৬২০ মডেলের কম্পিউটারের প্রোগ্রামার ছিলেন মুহাম্মদ হানিফ উদ্দিন মিয়া ৷

  2. বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কী ছিল?

    উত্তরঃ বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল IBM 1620 ছিল ৷

  3. ১৯৬৪ সালে বাংলাদেশে কোন কম্পিউটার স্থাপিত হয়?

    উত্তরঃ ১৯৬৪ সালে বাংলাদেশে IBM 1620 সিরিজের কম্পিউটার স্থাপিত হয় ৷

  4. বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি?

    উত্তরঃ বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম আইবিএম১৬২০ সিরিজ ৷

  5. ১৯৬৪ সালে সর্বপ্রথম বাংলাদেশে স্থাপিত কম্পিউটারটি কোন প্রজন্মের ছিল?

    উত্তরঃ ১৯৬৪ সালে সর্বপ্রথম বাংলাদেশে স্থাপিত কম্পিউটারটি দ্বিতীয় প্রজন্মের ছিল

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top