Question:- আমাদের দেশে প্রথম কম্পিউটার আসে কত সালে?
or, কোন সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়?
Explanation:- আমাদের দেশে প্রথম কম্পিউটার আসে ১৯৬৪ সালে ৷ কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ ৷
কম্পিউটার
আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কেন্দ্রীয় টুল হলো কম্পিউটার। এই কম্পিউটার ইলেকট্রনিক কৌশলের এক বিস্ময়কর অবদান। আজকের বিশ্ব কম্পিউটার ছাড়া কল্পনাও করা যায় না। Computer শব্দটি গ্রীক শব্দ হতে এসেছে। Compute শব্দ হতেই Computer কথাটির উৎপত্তি। যার আভিধানিক অর্থ হলো হিসাবকারী যন্ত্র। কম্পিউটার দিয়ে মূলত গাণিতিক, যুক্তি ও সিদ্ধান্ত মূলক কাজ করা যায়। এটি এমন একটি যন্ত্র যা মানুষের দেওয়া ডেটার ভিত্তিতে অতি দ্রুত সঠিকভাবে কোন কাজ সম্পাদন করতে পারে এবং এটি নির্ভুল ফলাফল প্রদান করতে পারে।
মানুষের কাজের গতি ও নির্ভরশীলতার তুলনায় কম্পিউটারের কাজের গতি ও নির্ভরশীলতার ক্ষমতা অনেক উন্নত। মানুষের দেওয়া নির্দেশ অনুযায়ী কম্পিউটার কাজ করে থাকে। কম্পিউটারের কাজ করার যে ক্ষমতা বা বুদ্ধি তা মানুষের হাতেই তৈরি। মানুষ কম্পিউটারকে যতটুকু স্মৃতি বা মেমরি (Memory), বুদ্ধি (Intelligence) ও ক্ষমতা (Capacity) দিয়ে তৈরি করবে এটি ঠিক ততটুকু মেমরি, বুদ্ধি ও ক্ষমতাই কাজে লাগাতে পারবে; এর বেশি নয়। কম্পিউটার তার মেমরিতে কী পরিমাণ ডেটা (Data) ধরে রাখতে পারবে, তা নির্ভর করে মানুষ তার মেমরিকে কীভাবে তৈরি করেছে তার উপর। কম্পিউটারের অভ্যন্তরে রয়েছে অসংখ্য ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী।
আধুনিক কম্পিউটারের রয়েছে বিপুল ক্ষমতা। কম্পিউটারের এই বিপুল ক্ষমতাকে ব্যবহারের জন্য একে সঠিকভাবে কাজের নির্দেশ বা Instructions দিতে হয়। এই সকল নির্দেশকে বলা হয় প্রোগ্রাম (Program) যা তার মেমরিতে সংরক্ষিত থাকে। কম্পিউটার প্রোগ্রাম অনুযায়ী কাজ করে অর্থপূর্ণ ফলাফল দেয়। বর্তমান যুগে কম্পিউটারের বহুমুখী ব্যবহারের ফলে এর সংজ্ঞা অনেক ব্যাপকতা লাভ করছে। সীমিত সংজ্ঞা দ্বারা একে গন্ডিবদ্ধ করা যায় না। তবে নিচে কম্পিউটারের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা উল্লেখ করা হলো।
কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা তার মেমরিতে সংরক্ষিত থাকা নির্দেশের নিয়ন্ত্রণে পরিচালিত হয়; যা ডেটা গ্রহণ করে, ডেটাকে সুনির্দিষ্ট নিয়মে প্রক্রিয়াকরণ করে, ফলাফল তৈরি করে ও ভবিষ্যতে এই ফলাফল ব্যবহারের জন্য সংরক্ষণ করে।
-
বাংলাদেশের তৈরি কম্পিউটার এর নাম কি?
উত্তরঃ বাংলাদেশের তৈরি কম্পিউটার এর নাম দোয়েল৷ দোয়েল ল্যাপটপ প্রস্তুত করেন টেলিফন শিল্প সংস্থা ( TSS) লিমিটেড এবং এটি বাজারে আসে ১১ অক্টোবর ২০১১ সালে ৷
-
পৃথিবীর প্রথম কম্পিউটার এর নাম কি?
উত্তরঃ পৃথিবীর প্রথম কম্পিউটার এর নাম এনিয়াক (ENIAC).
-
কম্পিউটারের প্রথম প্রোগ্রামের ধারনা কে প্রবর্তন করেন?
উত্তরঃ কম্পিউটারের প্রথম প্রোগ্রামের ধারনা অ্যাডা ল্যান্ডলেস প্রবর্তন করেন ৷
-
কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক?
উত্তরঃ পুনরাবৃত্তিমূলক কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক ৷
-
কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে কি বলা হয়?
উত্তরঃ কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে বলা হয় বাইনারী ৷
Related Questions:-