১৯৬৪ সালে বাংলাদেশে প্রথম স্থাপিত আই বি এম ১৬২০ মডেলের কম্পিউটারের প্রোগ্রামার কে ছিলেন? [MCQ]

Question:- ১৯৬৪ সালে বাংলাদেশে প্রথম স্থাপিত আই বি এম ১৬২০ মডেলের কম্পিউটারের প্রোগ্রামার কে ছিলেন?

উত্তরঃ C. মুহাম্মদ হানিফ উদ্দিন মিয়া

Explanation:- ১৯৬৪ সালে বাংলাদেশে প্রথম স্থাপিত আই বি এম ১৬২০ মডেলের কম্পিউটারের প্রোগ্রামার ছিলেন মুহাম্মদ হানিফ উদ্দিন মিয়া ৷

  1. আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কী?

    উত্তরঃ আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইনফ্রেম ৷

  2. আইবিএম কোন দেশের কোম্পানি?

    উত্তরঃ আইবিএম যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি ৷

  3. বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম কে কী বলা হয়?

    উত্তরঃ বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম কে বলা হয় বিগ ব্লু ৷

  4. আইবিএম এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

    উত্তরঃ আইবিএম এর সদর দপ্তর আরমংক, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত

  5. ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস( আইবিএম) কত সালে প্রতিষ্ঠিত হয়?

    উত্তরঃ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস( আইবিএম) ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয় ৷

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top