Question:- ১৯৬৪ সালে বাংলাদেশে প্রথম স্থাপিত আই বি এম ১৬২০ মডেলের কম্পিউটারের প্রোগ্রামার কে ছিলেন?
Explanation:- ১৯৬৪ সালে বাংলাদেশে প্রথম স্থাপিত আই বি এম ১৬২০ মডেলের কম্পিউটারের প্রোগ্রামার ছিলেন মুহাম্মদ হানিফ উদ্দিন মিয়া ৷
-
আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কী?
উত্তরঃ আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইনফ্রেম ৷
-
আইবিএম কোন দেশের কোম্পানি?
উত্তরঃ আইবিএম যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি ৷
-
বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম কে কী বলা হয়?
উত্তরঃ বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম কে বলা হয় বিগ ব্লু ৷
-
আইবিএম এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ আইবিএম এর সদর দপ্তর আরমংক, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত ৷
-
ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস( আইবিএম) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস( আইবিএম) ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয় ৷
Related Questions:-