মেইনফ্রেম থেকে আকারে ছোট কিন্তু পার্সোনাল কম্পিউটার থেকে বড় কম্পিউটারকে বলে- [MCQ]

Question:- মেইনফ্রেম থেকে আকারে ছোট কিন্তু পার্সোনাল কম্পিউটার থেকে বড় কম্পিউটারকে বলে-

উত্তরঃ C. মিনিফ্রেম কম্পিউটার

Explanation:- মেইনফ্রেম থেকে আকারে ছোট কিন্তু পার্সোনাল কম্পিউটার থেকে বড় কম্পিউটারকে বলে মিনিফ্রেম কম্পিউটার ৷

  1. NOVA-3 কোন ধরণের কম্পিউটার?

    উত্তরঃ NOVA-3 মিনি কম্পিউটার ধরণের কম্পিউটার ৷

  2. সুপার কম্পিউটারের উদাহরণ কি?

    উত্তরঃ সুপার কম্পিউটারের উদাহরণ হলো CARY-1.

  3. সুপার কম্পিউটারের উদ্ভাবক কে?

    উত্তরঃ সুপার কম্পিউটারের উদ্ভাবক সেসুর ক্রে ৷

  4. প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি?

    উত্তরঃ প্রথম ডিজিটাল কম্পিউটার MARK-1.

  5. বিশ্বের দ্রুতগতি সুপার কম্পিউটার কোনটি?

    উত্তরঃ বিশ্বের দ্রুতগতি সুপার কম্পিউটার টাইটান (যুক্তরাষ্ট্র) ৷

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top