Question:- কম্পিউটারের প্রাণ কোনটি?
Explanation:- কম্পিউটারের প্রাণ বলা হয় সফটওয়্যার কে ৷
সফটওয়্যার
কম্পিউটারের হার্ডওয়্যার হচ্ছে নিষ্প্রাণ দেহের মতো। কম্পিউটারের হার্ডওয়্যারের প্রাণশক্তি হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার চলতে পারে না। সফটওয়্যার প্রধানত দুই প্রকার। যেমন- পূর্ব-লিখিত সফটওয়্যার (Prewritten Software) এবং বিশেষ প্রয়োজনে তৈরি করে নেওয়া সফটওয়্যার (Customized Software)। পূর্ব-লিখিত সফটওয়্যার আবার দুই প্রকার। যেমন- এ্যাপ্লিকেশন প্রোগ্রাম (Application Program) এবং সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম (System Software বা Operating System)।
ব্যবহারকারীদের সাধারণ চাহিদা অনুযায়ী বিভিন্ন সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান পূর্ব-লিখিত সফটওয়্যারগুলো উন্নয়ন করে এবং বাজারজাত করে। কিন্তু বাজারে প্রাপ্ত পূর্ব-লিখিত সফটওয়্যারের সাহায্যে যদি কোনো ব্যবহারকারীর চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব না হয়, তাহলে ব্যবহারকারীর নিজস্ব চাহিদা অনুযায়ী সফটওয়্যার তৈরি করে নিতে হয়। এই বিশেষভাবে তৈরি করে নেওয়া সফটওয়্যারকেই কাস্টমাইজড সফটওয়্যার (Customized Software) বলা হয়। ব্যবসায়ী প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব পদ্ধতিতে হিসেব-নিকেশ, তথ্য ব্যবস্থাপনা বা অন্যান্য কাজের জন্য অনেক সময় বিশেষভাবে সফটওয়্যার তৈরি করিয়ে নেওয়া প্রয়োজন হয়।
-
কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে?
উত্তরঃ কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে সফটওয়্যার বলে ৷
-
হার্ডওয়্যার কাজ করে না কোনটি ছাড়া?
উত্তরঃ সফ্টওয়্যার ছাড়া হার্ডওয়্যার কাজ করে না ৷
-
সফটওয়্যার এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
উত্তরঃ সফটওয়্যার এর অন্তর্ভুক্ত নয় মনিটর ৷
-
কম্পিউটার এর ভাইরাস কি?
উত্তরঃ কম্পিউটার এর ভাইরাস হলো সফটওয়্যার ৷
-
সিস্টেম সফটওয়্যার কত প্রকার?
উত্তরঃ সিস্টেম সফটওয়্যার তিন প্রকার ৷
Related Questions:-