Question:- অ্যাবাকাস কি?
Explanation:- অ্যাবাকাস হলো এক প্রকার গণনাকারী যন্ত্র, যা গাণিতিক গণনা সমাধান করতে রড বা তারের উপর পুঁতি বা কাউন্টার ব্যবহার করা হয় ৷
-
অ্যাবাকাসের উৎপত্তি কোথায়?
উত্তরঃ অ্যাবাকাসের উৎপত্তি প্রাচীন মেসোপটেমিয়া বা চীনে ৷
-
অ্যাবাকাস কত সালে আবিষ্কার হয়?
উত্তরঃ অ্যাবাকাস কত সালে আবিষ্কার হয়, তার সঠিক তথ্য জানা যায় নি ৷ তবে মনে করা হয় প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে অ্যাবাকাস আবিষ্কার হয় ৷
-
অ্যাবাকাসের প্রধান অংশ কি কি?
উত্তরঃ অ্যাবাকাসের প্রধান অংশগুলোর মধ্যে রয়েছে একটি ফ্রেমের মধ্যে রড বা তারের উপর সারিবদ্ধভাবে সাজানো পুঁতি বা পাথর।
Related Questions:-