অ্যাবাকাস কি ধরনের যন্ত্র? অর্থাৎ অ্যাবাকাস যন্ত্রের ধরন [MCQ]

Question:- অ্যাবাকাস কি ধরনের যন্ত্র? অর্থাৎ অ্যাবাকাস যন্ত্রের ধরন

উত্তরঃ B. কাঠের তৈরি গণনাকারী যন্ত্র

Explanation:- অ্যাবাকাস হলো কাঠের তৈরি গণনাকারী এক ধরনের যন্ত্র ৷

  1. অ্যাবাকাস কি কি ধরনের রয়েছে?

    উত্তরঃ অ্যাবাকাস বিভিন্ন ধরনের রয়েছে ৷ যেমনঃ
    ১/ জাপানি অ্যাবাকাসের নাম সোরোবান
    ২/ চাইনিজ অ্যাবাকাসের নাম সুয়ানপান
    ৩/ রাশিয়ান অ্যাবাকাসের নাম Schoty.
    ৪/ নেপালি অ্যাবাকাসের নাম Tsu-re Jaṅgala.
    আরও রয়েছে ভারতীয় অ্যাবাকাস, রোমান হ্যান্ড অ্যাবাকাস(যা পকেট অ্যাবাকাস নামে পরিচিত) ৷

  2. চীনা এবং জাপানি অ্যাবাকাসের মধ্যে প্রার্থক্য কি?

    উত্তরঃ চীনা এবং জাপানি অ্যাবাকাসের মধ্যে প্রার্থক্য হলো চীনা অ্যাবাকাসের সাধারণত প্রতিটি রডের উপরের সারিতে দুটি পুঁতি এবং নীচের সারিতে পাঁচটি পুঁতি থাকে ৷ কিন্তু জাপানি অ্যাবাকাসের উপরের সারিতে একটি পুঁতি এবং নীচের সারিতে চারটি পুঁতি থাকে।

  3. একটি স্ট্যান্ডার্ড অ্যাবাকাসে সাধারণত কয়টি রড থাকে?

    উত্তরঃ একটি স্ট্যান্ডার্ড অ্যাবাকাসে সাধারণত দশটি রড থাকে ৷

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top