অ্যাবাকাস দিয়ে কি করা হয়? [MCQ] অ্যাবাকাস এর কাজPublished: May 7, 2024Last Updated: May 7, 2024 Question:- অ্যাবাকাস দিয়ে কি করা হয়? অ্যাবাকাস এর কাজ A. রোগ নির্ণয় B. জ্বর মাপা C. গানিতিক হিসাব D. ওজন মাপা Correct Answer উত্তরঃ C. গানিতিক হিসাব ৷ Explanation:- অ্যাবাকাস দিয়ে গানিতিক হিসাব করা হয় ৷ প্রাচীন গণনাযন্ত্র অ্যাবাকাস MCQ প্রশ্ন উত্তর পরিক্ষায় আসা অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়? [MCQ] রাশিয়ায় এ্যাবাকাসকে কী বলা হয়? [MCQ] অ্যাবাকাস কি? [MCQ] প্রথম গণনাকারী যন্ত্রের নাম কি? [MCQ] জাপানে এ্যাবাকাসকে কী বলা হয়? [MCQ] অ্যাবাকাস দিয়ে কি করা হয়? [MCQ] অ্যাবাকাস এর কাজ অ্যাবাকাস কি ধরনের যন্ত্র? অর্থাৎ অ্যাবাকাস যন্ত্রের ধরন [MCQ] জাপানে প্রথম গণনাযন্ত্রের নাম কী? [MCQ] Related Questions:- অ্যাডা লাভলেসের পুরো নাম কি? [MCQ] ১৯৫১ সালের মার্চ মাসে ইউনিভ্যাক তৈরি করেন কে? [MCQ] বাংলাদেশে ১৯৬৪ সালে স্থাপিত আইবিএম-১৬২০ কম্পিউটারটি কোন প্রকারের কম্পিউটার? [MCQ] কোনটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ? [MCQ] কোন যন্ত্রটি দিয়ে ২০ জন মানুষের একসঙ্গে ডেস্ক ক্যালকুলেটর দিয়ে কাজ করার সমান গতিতে কাজ করা যেত? [MCQ] মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়? [MCQ] কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে? [MCQ] কম্পিউটার কী ধরনের যন্ত্র? [MCQ] এনালগ কম্পিউটারের মাইক্রোপ্রসেসর অতি ছোট মাপের অতি অল্প আয়তনবিশিষ্ট কিসের তৈরি? [MCQ] হার্ড ডিস্ক হল- [MCQ] কোনটি প্রধান স্মৃতি বা প্রাথমিক স্মৃতি? [MCQ] কম্পিউটার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [MCQ] গণনা যন্ত্রে গিয়ারের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি ব্যবহার করেন কে? [MCQ] ডেস্কটপের জন্য চীনের উন্মুক্ত অপারেটিং সিস্টেম এর নাম কী? [MCQ] একটি কম্পিউটারে একাধিক প্রসেসর থাকে, যাকে বলা হয়— [MCQ] কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? [MCQ] কাজের প্রক্রিয়া/পদ্ধতি অনুসারে কম্পিউটারকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? [MCQ] অঙ্কন শিল্পে ব্যবহৃত প্রধান সফটওয়্যার কোনটি? [MCQ] বর্তমানে ব্যবহৃত পিসি কোন প্রজন্মের? [MCQ] ইনটেল ৮০৮৬ কত বিটের মাইক্রোপ্রসেসর? [MCQ] 5/5(5 votes)
কোন যন্ত্রটি দিয়ে ২০ জন মানুষের একসঙ্গে ডেস্ক ক্যালকুলেটর দিয়ে কাজ করার সমান গতিতে কাজ করা যেত? [MCQ]