১৬১৪ সালে কে লগারিদমের সারণি তৈরি করেন? [MCQ]

Question:- ১৬১৪ সালে কে লগারিদমের সারণি তৈরি করেন?

উত্তরঃ A. জন নেপিয়ার

Explanation:- ১৬১৪ সালে জন নেপিয়ার লগারিদমের সারণি তৈরি করেন ৷

সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে স্কট (Scots) গণিতজ্ঞ জন নেপিয়ার আবিষ্কার করেন স্লাইড রুল (Slide rule)। এটি নেপিয়ারের হাড় নামেও পরিচিত। আসলে জন নেপিয়ার ১৬১৪ সালে লগারিদম (Logarithm)-এর উদ্ভাবন করেন। এই আবিষ্কার গুণ, ভাগ, বর্গ, বর্গমূল, ঘনমূল নিরূপনের কাজ অনেক সহজ করে দেয়। লগারিদমভিত্তিক হিসাবকার্যের জন্যই নেপিয়ার যে সংখ্যাচিহ্নিত দণ্ডগুলো ব্যবহার করেছিলেন সেগুলোই নেপিয়ারের অস্থি বা দত্ত (Napier’s bones or rods) নামে পরিচিত। নেপিয়ারের লগারিদমের সারণী ব্যবহার করে উইলিয়াম অটরেড (William Oughtred) ১৬৩০ সালে প্রথম বৃত্তাকার স্লাইডরুল আবিষ্কার করেন।

অ্যবাকাস বা স্লাইড রুল দুটিই হস্তচালিত যন্ত্র। ছোট ছোট গণনার ক্ষেত্রে যন্ত্রগুলি উপযোগী হলেও বড় গণনাকার্যে এগুলি খুব একটা কাজে আসতো না। এই কারণে সময়ের ব্যবধানে আরো উন্নত ধরনের যন্ত্র তৈরির চেষ্টা হতে থাকে যার সাহায্যে বড় বড় গণনার কাজ সহজ এবং নিখুঁতভাবে করা চলে।

  1. লগারিদম এর জনক কে?

    উত্তরঃ লগারিদম এর জনক জন নেপিয়ার৷

  2. লগারিদমের উৎপত্তি কিভাবে?

    উত্তরঃ লগারিদমের উৎপত্তি দুটি গ্রিক শব্দ Logos এবং Arithmas নামক শব্দ হতে ৷ যেখানে Logos অর্থ হলো “আলোচনা” এবং Arithmas অর্থ “সংখ্যা”। তাহলে Logarithm শব্দটির অর্থ দাড়ায় “সংখ্যা বিষয়ক আলোচনা” ৷

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top