Question:- পুনঃপুন যোগের মাধ্যমে গুণের পদ্ধতি আবিষ্কার করেন কে?
Explanation:- পুনঃপুন যোগের মাধ্যমে গুণের পদ্ধতি গটফ্রাইড উইলহেম লিবনিজ আবিষ্কার করেন ৷ তিনিই বারবার যোগ করে গুণের পদ্ধতি আবিষ্কার করেন ৷ একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝানো যাক, আমরা সাধারণভাবে তিনকে চার দিয়ে গুণ করলে বারো হয় অর্থাৎ ৩x৪=১২. কিন্তু তিনকে পুনঃপুন যোগের মাধ্যমে বারো পাওয়া যায় ৷ যেমন ৩+৩+৩+৩=১২. এভাবে তিনিই প্রথম পুনঃপুন যোগের মাধ্যমে গুণ করার পদ্ধতি উদ্ভাবন করেন। লিবনিজ একজন জার্মান গণিতবিদ ছিলেন ৷
জার্মান গণিতবিদ গটফ্রাইড ভন লিবনিজ
প্রাচীন রোমে গণনার জন্য নুড়ি ব্যবহার করা হতো। রোমান ভাষায় নুড়িকে বলা হয় ক্যালকুলি (Calculi)। এই ক্যালকুলি শব্দ থেকেই ইংরেজী ক্যালকুলেট (Calculate) শব্দের উৎপত্তি। ১৬৭১ সালে জার্মান গণিতবিদ গটফ্রাইড ভন লিবনিজ (Gottfried Von Leibnitz) সিলিন্ডার আকৃতি বিশিষ্ট গিয়ার ব্যবহার করে একটি যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন। এটি বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর। ‘Stepped Reckoner’ নামে পরিচিত এই যন্ত্রটির সাহায্যে পৌণ:পুনিক, যোগ, গুণ এবং ভাগ করা যেত। ১৮২০ সালে ফ্রান্সের টমাস দ্যা কলমার লিবনিজের যন্ত্রের অনুরূপ ‘টমাস এরিথোমিটার’ নামক যন্ত্র তৈরি করেন। এটি ছিল সর্বপ্রথম বাণিজ্যিক হস্তচালিত ক্যালকুলেটর।
Related Questions:-