Question: চার্লস ব্যাবেজ কত সালে এ্যানালিটিকেল ইঞ্জিন তৈরির পরিকল্পনা গ্রহণ করেন?
Explanation:- চার্লস ব্যাবেজ ১৮৩৩ সালে এ্যানালিটিকেল ইঞ্জিন তৈরির পরিকল্পনা গ্রহণ করেন ৷
বর্তমান কম্পিউটারের অভিধারণা বিশিষ্ট স্বয়ংক্রিয় গণনা যন্ত্র তৈরির চেষ্টা করেন অধ্যাপক চার্লস ব্যাবেজ (Charles Babbage) ১৮০১ সালে। তিনি তাঁর প্রস্তাবিত যন্ত্রের নাম ঘোষণা করেন ‘এ্যানালিটিক্যাল ইঞ্জিন’ (Analytical Engine)। চার্লস ব্যাবেজ তাঁর সময়ে একজন শীর্ষস্থানীয় গণিতবিদ হিসেবে খ্যাত ছিলেন।
১৮২৮ সালে তিনি ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে লুকাসিয়ান অধ্যাপক (Lucasian Professor) হিসেবে নিযুক্ত হন। তাঁর আগে লুকাসিয়ান অধ্যাপকের সম্মান লাভ করেছিলেন বিজ্ঞানী নিউটন। কিছুটা রগচটা মেজাজের মানুষ ব্যাবেজ তাঁর জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন তখনকার জন্য অবিশ্বাস্য রকম একটি জটিল যন্ত্র তৈরির চেষ্টায়। তিনি এমন একটি যন্ত্রের কথা চিন্তা করেছিলেন, যে যন্ত্রে পাঞ্চকার্ডের সাহায্যে ইনপুট প্রদান করা হবে। ইনপুট ধারণের জন্য যন্ত্রটিতে থাকবে স্মৃতির ব্যবস্থা, প্রক্রিয়াকরণের জন্য গাণিতিক অংশ বা মিল (Mill) এবং স্বয়ংক্রিয় আউটপুট মুদ্রণের ব্যবস্থা।
প্রক্রিয়াকরণের কাজ পরিচালনার জন্য থাকবে পর্যায়ক্রমিক প্রোগ্রাম নিয়ন্ত্রণ ব্যবস্থা। সমসাময়িক বিজ্ঞানীরা তাঁর চিন্তাকে ‘ব্যাবেজের মূর্খতা’ (Babbage’s Folly) বলে উপহাস করতেন। প্রকৃতপক্ষে চার্লস ব্যাবেজের চিন্তা ছিল শত বছরের আগাম চিন্তা। অর্থাৎ চার্লস ব্যাবেজের চিন্তার একশ বছর পর কম্পিউটার যে পর্যায়ে উপনীত হয়, সেইরূপ কম্পিউটারের চিন্তা তিনি একশ বছর আগে করেছিলেন। ১৮৩৩ সালে তার পরিকল্পিত ‘এ্যানালিটিক্যাল ইঞ্জিন’-এর ধারণাকে আধুনিক কম্পিউটারের সূত্র হিসেবে বিবেচনা করা হয়। এজন্য চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক হিসেবেও অভিহিত করা হয়।
-
এ্যানালিটিকেল ইঞ্জিন তৈরি করেন কে?
উত্তরঃ এ্যানালিটিকেল ইঞ্জিন তৈরি করেন চার্লস ব্যাবেজ ৷
-
চার্লস ব্যাবেজের তৈরি করা গণনাযন্ত্রের নাম কী?
উত্তরঃ চার্লস ব্যাবেজের তৈরি করা গণনাযন্ত্রের নাম Difference Engine এবং Analytical Engine.
-
ডিফারেন্স ইঞ্জিন এবং এনালিটিক্যাল ইঞ্জিন যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে?
উত্তরঃ ডিফারেন্স ইঞ্জিন এবং এনালিটিক্যাল ইঞ্জিন যন্ত্র দুটি যান্ত্রিকভাবে গণনা পদ্ধতিতে কাজ করে ৷
-
এনালিটিক্যাল ইঞ্জিন নামে যন্ত্রটি আরো কার্যকর করার কথা কে ভেবেছেন?
উত্তরঃ এনালিটিক্যাল ইঞ্জিন নামে যন্ত্রটি আরো কার্যকর করার কথা অ্যাডা লাভলেস ভেবেছেন ৷
-
এনালিটিক্যাল ইঞ্জিন নকশার উন্নয়নে অবদান রেখেছেন কে?
উত্তরঃ এনালিটিক্যাল ইঞ্জিন নকশার উন্নয়নে অবদান রেখেছেন অ্যাডা লাভলেস ৷
Related Questions:-