Question: চার্লস ব্যাবেজ কোন দেশের নাগরিক?
Explanation:- চার্লস ব্যাবেজ যে দেশের নাগরিক, তাহলো ব্রিটেন ৷ আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ ৷
কম্পিউটারের আবিস্কারক চার্লস ব্যাবেজ
কম্পিউটার একজনে আবিষ্কার করেননি। যুগে যুগে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের চেষ্টা ও সাধনার ফলে আধুনিক কম্পিউটার আবিষ্কৃত হয়েছে। প্রথম আবিষ্কৃত গণনাকারী যন্ত্রের নাম ইতিহাস থেকে যতটুকু জানা যায় প্রায় চার হাজার বছর পূর্বে চীনাদের তৈরী এ্যাবাকাস নামক গণনাকারী যন্ত্রটিই প্রথম গণনাকারী যন্ত্র, যাকে কম্পিউটারের পূর্বপুরুষ বলা হয়। আধুনিক কম্পিউটারের মৌলিক রূপরেখা তৈরী করেন বৃটিশ গণিত বিশারদ চার্লস ব্যাবেজ। ১৮৩৩ সালে তিনি অ্যানালিটিক্যাল নামক একটি যন্ত্র তৈরীর পরিকল্পনা করেন এবং তার উপর ভিত্তি করেই আধুনিক কম্পিউটার আবিস্কৃত হয়েছে। এ কারণে চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। পরবর্তীতে লেডি অ্যাডা আগাষ্টা, ফ্রাস্ক বন্ডউইন সহ আরো অনেকে এ বিষয়ে নিজ নিজ ধারনার বিকাশ ঘটান।
সবশেষে, চার্লস ব্যাবেজ কোন দেশের নাগরিক তা জানতে পেরেছেন ৷
-
চার্লস ব্যাবেজ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ চার্লস ব্যাবেজ ২৬ ডিসেম্বর, ১৭৯১ সালে যুক্তরাজ্যের লন্ডন শহরে জন্মগ্রহণ করেন ৷
-
চার্লস ব্যাবেজ কত সালে মৃত্যু হয়?
উত্তরঃ চার্লস ব্যাবেজ ১৮ অক্টোবর, ১৮৭১ সালে মেরিলেবোন, লন্ডন, যুক্তরাজ্যে মারা যান।
-
কম্পিউটারের জনক কে?
উত্তরঃ কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ ৷
-
কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন?
উত্তরঃ কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় ছিলেন একজন গণিতবিদ ৷
-
চার্লস ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
উত্তরঃ চার্লস ব্যাবেজ ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ৷
Related Questions:-