Question: অ্যাডা লাভলেসের বাবার নাম কি?
👁 181
Explanation:- অ্যাডা লাভলেসের বাবার নাম লর্ড বায়রন ৷
-
লর্ড বায়রনের পেশা কি ছিল?
উত্তরঃ লর্ড বায়রনের পেশায় ছিলেন একজন ব্রিটিশ কবি ৷
-
লর্ড বায়রন কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ অ্যাডা লাভলেস এর পিতা লর্ড বায়রন ১৭৮৮ সালের ২২শে জানুয়ারি ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন।
-
লর্ড বায়রনের উল্লেখযোগ্য কাজের মধ্যে কি কি রয়েছে?
উত্তরঃ লর্ড বায়রনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে “ডন জুয়ান,” “চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ,” এবং “সে ওয়াকস ইন বিউটি।”
-
লর্ড বায়রন কোন কলেজে পড়াশুনা করেন?
উত্তরঃ লর্ড বায়রন কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশোনা করেন এবং সেখানে বিশিষ্ট কবি ও বিখ্যাত ব্যক্তি হয়ে উঠেন ৷
-
লর্ড বায়রন কত সালে বিয়ে করেন এবং কাকে বিয়ে করেন?
উত্তরঃ লর্ড বায়রন ১৮১৫ সালে অ্যানি ইসাবেলা মিলবাঙ্কেকে বিয়ে করেন ৷
-
লর্ড বায়রন কিভাবে মারা যান?
উত্তরঃ লর্ড বায়রন ১৯ এপ্রিল, ১৮২৪-এ গ্রিসের মিসোলংঘিতে ৩৬ বছর বয়সে জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। তিন গ্রীক স্বাধীনতা যুদ্ধে সমর্থনকারী ছিলেন ৷
Related Questions:-