কত সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয়? [MCQ]

Question: কত সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয়?

সঠিক উত্তরঃ D. ১৮৩৩ সালে

উত্তরঃ D. ১৮৩৩ সালে

Explanation:- চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয় ১৮৩৩ সালে ৷ অ্যাডা লাভলেস এর বন্ধু মেরি সোমারভিলের মাধ্যমে পরিচিত হন ৷ চার্লস ব্যাবেজের সাথে অ্যানালিটিকাল ইঞ্জিনে কাজ করার জন্য তিনি এখানে ডুকেন ৷ তিনি ছিলেন গণিত এবং বিজ্ঞানে খুবুই আগ্রহী এবং দক্ষ ৷ বার্নোলি সংখ্যা গণনা করার জন্য অ্যাডা লাভলেস একটি অ্যালগরিদম তৈরি করেছিলেন ৷

  1. অ্যাডা লাভলেস এর স্বামীর নাম কি?

    উত্তরঃ অ্যাডা লাভলেস এর স্বামীর নাম উইলিয়াম কিং ৷ স্বামীর নামের সাথে মিল রেখে অ্যাডা লাভলেস এর পরবর্তি নাম হয় অ্যাডা অগাস্টা কিং ৷

  2. অ্যাডা লাভলেসের বন্ধুর নাম কী?

    উত্তরঃ অ্যাডা লাভলেসের বন্ধুর নাম মেরি সোমারভিল(Mary Somerville) ৷ ১৮৩৩ সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয় এই বন্ধুর মাধ্যমে ৷

Related Questions:-

Scroll to Top