Question: কার কারণে অ্যাডা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন?
👁 205
Explanation:- যার কারণে অ্যাডা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন, তিনি হলেন তার মা লেডি বায়রন ৷ লেডি বায়রন জন্মগ্রহণ করেন অ্যান ইসাবেলা মিলবাঙ্কে ৷ তিনি ছিলেন কবি লর্ড বায়রনের স্ত্রী এবং অ্যাডা লাভলেসের মা। অ্যাডা লাভলেসের লালন-পালন ও শিক্ষাক্ষেত্রে সবথেকে বেশি অবদান ছিলো তার মার ৷ তার মা তাকে ছোটবেলা থেকেই গণিত এবং বিজ্ঞানের প্রতি আগ্রহ করে তুলেন ৷
-
লেডি বায়রনের এর স্বামীর নাম কি?
উত্তরঃ লেডি বায়রনের এর স্বামীর নাম লর্ড বায়রন ৷ তিনি ছিলেন একজন বিখ্যাত কবি ৷
-
অ্যাডা লাভলেসের মায়ের নাম কী?
উত্তরঃ অ্যাডা লাভলেসের মায়ের নাম লেডি বায়রন ৷
Related Questions:-