Question: অ্যাডা লাভলেস-এর জন্ম-মৃত্যু সাল কোনটি?
👁 226
Explanation:- অ্যাডা লাভলেস-এর জন্ম-মৃত্যু সাল জন্ম ১৮১৫ সালে – মৃত্যু ১৮৫২ সালে ৷
-
অ্যাডা লাভলেস কখন জন্মগ্রহণ করেন?
উত্তরঃ অ্যাডা লাভলেস জন্মগ্রহণ করেন ১০ ডিসেম্বর, ১৮১৫ সালে ৷
-
অ্যাডা লাভলেস জন্মগ্রহণ করেন কোথায়?
উত্তরঃ অ্যাডা লাভলেস জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের লন্ডন শহরে ৷৷
-
ছোটবেলায় অ্যাডা লাভলেসের পুরো নাম কী ছিল?
উত্তরঃ ছোটবেলায় অ্যাডা লাভলেসের পুরো নাম অগাস্টা অ্যাডা বায়রন ৷ তার মায়ের নাম অ্যান ইসাবেলা মিলব্যাঙ্কে (লেডি বায়রন) এবং বাবার নাম কবি লর্ড বায়রন ৷
-
অ্যাডা লাভলেস কখন মারা যান?
উত্তরঃ অ্যাডা লাভলেস ১৮৫২ সালের ২৭ নভেম্বর মারা যান।
-
অ্যাডা লাভলেস কোথায় মারা যান?
উত্তরঃ অ্যাডা লাভলেস ইংল্যান্ডের লন্ডনের মেরিলেবোনে মারা যান।
-
অ্যাডা লাভলেস কত বছর বয়সে মারা যান?
উত্তরঃ অ্যাডা লাভলেস ৩৬ বছর বয়সে মারা যান ৷
-
অ্যাডা লাভলেসকে কোথায় কবর দেওয়া হয়েছে?
উত্তরঃ অ্যাডা লাভলেসকে ইংল্যান্ডের নটিংহামশায়ারের হাকনালের সেন্ট মেরি ম্যাগডালিনের চার্চে কবর দেওয়া হয়েছে ৷
Related Questions:-