Question: বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজে বের করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
👁 300
Explanation:- বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজে বের করার জন্য ডেটাবেজ সফটওয়্যার ব্যবহার করা হয় ৷
আরও জানুনঃ পরিক্ষায় আসা ৫০+ কম্পিউটার সফটওয়্যার MCQ
-
ডাটাবেস সফটওয়্যার কি?
উত্তরঃ ডাটাবেস সফটওয়্যার হলো প্রোগ্রামিং টুল, যা তথ্য সংগ্রহ, তথ্য যুক্ত এবং তথ্য নেওয়ার জন্য ব্যবহৃত হয় ৷ কিছু জনপ্রিয় ডাটাবেস সফ্টওয়্যারগুলোর মধ্যে রয়েছে MySQL, Microsoft SQL Server, Oracle Database, এবং PostgreSQL।
-
ডাটাবেস সফটওয়্যারের প্রাথমিক কাজগুলো কি কি
উত্তরঃ ডাটাবেস সফটওয়্যারের প্রাথমিক কাজগুলোর মধ্যে রয়েছে ডেটা স্টোরেজ করা, নতুন ডেটা যুক্ত করা, ডেটা নেওয়া, ডেটা ম্যানিপুলেশন এবং ডেটা সুরক্ষা ইত্যাদি ।
-
ডাটাবেজ টেবিলের রেকর্ডসমুহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলে?
উত্তরঃ ডাটাবেজ টেবিলের রেকর্ডসমুহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে ইনডেক্সিং বলে ৷
Related Questions:-