বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজে বের করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? [MCQ]

Question: বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজে বের করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?

সঠিক উত্তরঃ খ) ডেটাবেজ

উত্তরঃ খ) ডেটাবেজ

Explanation:- বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজে বের করার জন্য ডেটাবেজ সফটওয়্যার ব্যবহার করা হয় ৷

আরও জানুনঃ পরিক্ষায় আসা ৫০+ কম্পিউটার সফটওয়্যার MCQ

  1. ডাটাবেস সফটওয়্যার কি?

    উত্তরঃ ডাটাবেস সফটওয়্যার হলো প্রোগ্রামিং টুল, যা তথ্য সংগ্রহ, তথ্য যুক্ত এবং তথ্য নেওয়ার জন্য ব্যবহৃত হয় ৷ কিছু জনপ্রিয় ডাটাবেস সফ্টওয়্যারগুলোর মধ্যে রয়েছে MySQL, Microsoft SQL Server, Oracle Database, এবং PostgreSQL।

  2. ডাটাবেস সফটওয়্যারের প্রাথমিক কাজগুলো কি কি

    উত্তরঃ ডাটাবেস সফটওয়্যারের প্রাথমিক কাজগুলোর মধ্যে রয়েছে ডেটা স্টোরেজ করা, নতুন ডেটা যুক্ত করা, ডেটা নেওয়া, ডেটা ম্যানিপুলেশন এবং ডেটা সুরক্ষা ইত্যাদি ।

  3. ডাটাবেজ টেবিলের রেকর্ডসমুহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলে?

    উত্তরঃ ডাটাবেজ টেবিলের রেকর্ডসমুহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে ইনডেক্সিং বলে ৷

Related Questions:-

Scroll to Top